প্রার্থীদের হাতে ফুটবল দিয়ে পুরভোটেও খেলা হবে স্লোগান তুললেন জুন মালিয়া
মঙ্গলবার মনোনয়ন পেশ করার জন্য তৃণমূলের প্রার্থীরা সমবেত হন। মেদিনীপুর পুরসভার ১১জন প্রার্থীর সঙ্গে ছিলেন জুন মালিয়া। এদিন জুন মালিয়া প্রার্থীদের হাতে তুলে দেন ফুটবল। ফুটবল হাতে পুরভোটেও খেলা হবে স্লোগান তোলেন জুন মালিয়া। সকলেই নেত্রীর নির্দেশে মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এমনটাই জানালেন জুন।
মঙ্গলবার মনোনয়ন পেশ করার জন্য তৃণমূলের প্রার্থীরা সমবেত হন। মেদিনীপুর পুরসভার ১১জন প্রার্থীর সঙ্গে ছিলেন জুন মালিয়া। এদিন জুন মালিয়া প্রার্থীদের হাতে তুলে দেন ফুটবল। ফুটবল হাতে পুরভোটেও খেলা হবে স্লোগান তোলেন জুন মালিয়া। সকলেই নেত্রীর নির্দেশে মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এমনটাই জানালেন জুন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মেদিনীপুর পৌরসভা এলাকার তৃণমূলের ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার জন্য সমবেত হয়েছিলেন মেদিনীপুর শহরে ফেডারেশন হলে। মনোনয়ন করে খেলা হবে মডেলে মাঠে নামাতে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া প্রতি প্রার্থীদের প্রতীক হিসাবে একটি করে ফুটবল তুলে দিলেন শুরুতে। সকলকেই জোরকদমে মাঠে নামতে উৎসাহিত করেন জুন মালিয়া। এদিন জুন মালিয়া বলেন, 'দলের নির্ধারিত প্রার্থী নিয়ে কোনোরকম আর দ্বিধা নেই। সকলেই নেত্রীর নির্দেশে মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। বিধানসভা নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও খেলা হবে। আমার নির্বাচনের সময় এনারা সকলেই লড়াই করেছিলেন। আমিও এনাদের সঙ্গে আছি সেটা জানাতেই সকলের সঙ্গে মনোনয়ন প্রক্রিয়া তে শামিল হবো। মেদিনীপুরের মানুষ পুনরায় সঠিক প্রার্থী নির্বাচন করবেন এবারও।'