কাবুলে আটকে বন্ধু-পরিজন, চিন্তায় দিন কাটছে পুরুলিয়ার কাবুলিওয়ালাদের

তালিবানদের দখলে আফগানিস্তান। অফগানিস্তানের ভয়াবহ ভিডিও একের পর এক উঠে আসছে। এই পরিস্থিতি দেখে চিন্তায় ঘুম উড়েছে কাবুলিওয়ালাদের। পুরুলিয়ার নীলকুঠি ডাঙ্গা এলাকায় বাস এক কাবুলিওয়ালা পরিবারের। তাঁদের বন্ধু-পরিজনরা এখন রয়েছেন কাবুলে, কিছু দিন আগে কথা। হলেও এখন তাঁদের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে। বন্ধু-পরিজনদের চিন্তায় এখন দিন কাটছে বাংলার কাবুলিওয়ালাদের।

/ Updated: Aug 19 2021, 12:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তালিবানদের দখলে আফগানিস্তান। অফগানিস্তানের ভয়াবহ ভিডিও একের পর এক উঠে আসছে। এই পরিস্থিতি দেখে চিন্তায় ঘুম উড়েছে কাবুলিওয়ালাদের। পুরুলিয়ার নীলকুঠি ডাঙ্গা এলাকায় বাস এক কাবুলিওয়ালা পরিবারের। তাঁদের বন্ধু-পরিজনরা এখন রয়েছেন কাবুলে, কিছু দিন আগে কথা। হলেও এখন তাঁদের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে। বন্ধু-পরিজনদের চিন্তায় এখন দিন কাটছে বাংলার কাবুলিওয়ালাদের।