সামনেই কালী পুজো, তার আগে কদমা তৈরিতে ব্যস্ত কদমা শিল্পীরা

  • সামনেই কালী পুজো
  • আর তার আগে চলছে কদমা তৈরির কাজ
  • এমন ছবি দেখা গেল নদিয়ার নবদ্বীপ পোড়াঘাটে
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও
     
/ Updated: Nov 07 2020, 01:38 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সামনেই কালী পুজো, আর কদমা ছাড়া কালী পুজো অস্পূর্ণ। এবার সেই কদমা তৈরি করতেই দেখা গেল কদমী শিল্পীদের। নদিয়ার নবদ্বীপ পোড়াঘাটের কদমা শিল্পীরা তৈরি করছেন কদমা। চিনি জল দিয়ে জ্বাল দেওয়ার পর শিরা তৈরি করা হয়। সেই শিরা পাথরে ঢেলে ঠান্ডা করার পর লোহার ঝলানো শিকে আটকে টেনে টেনে লম্বা এবং ফাঁপানো হয়। তারপর ৬৪টা ভাঁজ দিয়ে কদমা তৈরি করা হয় বলে জানালেন কদমা শিল্পী। তবে এবার কদমার তেমন চাহিদা নেই। অন্যান্যবছর কালী পুজোর আগে কদমার চাহিদা থাকলেও এবার করোনা আবহে তেমন চাহিদা নেই বলেই জানাচ্ছেন সেখানকার কদমা শিল্পীরা।