Kali Puja 2021- প্রতাপ আদিত্যনাথ এর আমল থেকে চলে আসছে সংগ্রামপুরের দক্ষিণা কালীর পুজো

বসিরহাটের (Basirhat) ঐতিহ্যবাহী কালী পুজার (Kali Puja) মধ্যে বসিরহাটের সংগ্রামপুর দক্ষিণা কালী পুজো অন্যতম একটি পুজো। শোনা যায়, প্রতাপ আদিত্যনাথ- এর আমল থেকে চলে আসছে এই পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাংলাদেশ (Bangladesh) থেকেও এই মায়ের মন্দিরে পুজো দিতে আসেন ভক্তরা। তাঁদের বিশ্বাস, সংগ্রামপুর দক্ষিণা কালী (Dakshina Kali) মায়ের কাছে যা চাওয়া হয় তা পূর্ণ করেন মা দক্ষিণা কালী। তাই দূর-দূরান্ত থেকে মায়ের পুজো দিতে সেখানে ভক্তরা ভিড় জমান। পুজোর (Puja) রাতে সেখানে প্রতি বছরের মতো এবছরও ভক্তদের ঢল ছিল দেখার মতো। আলোর উৎসবে আলোর সাজে সেজে উঠেছিল গোটা মন্দির (Temple) চত্বর। কালীপুজোর বিশেষ দিনে মায়ের কাছে পুজো দিতে সেখানে ভক্তদের লাইন ছিল দেখার মতো। সেখানে পুজো দিতে গিয়ে এক দর্শনার্থী জানালেন, অনেকেই মায়ের স্বপ্নাদেশ পেয়েও সেখানে পুজো দিতে যান।    

/ Updated: Nov 08 2021, 10:19 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বসিরহাটের (Basirhat) ঐতিহ্যবাহী কালী পুজার (Kali Puja) মধ্যে বসিরহাটের সংগ্রামপুর দক্ষিণা কালী পুজো অন্যতম একটি পুজো। শোনা যায়, প্রতাপ আদিত্যনাথ- এর আমল থেকে চলে আসছে এই পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাংলাদেশ (Bangladesh) থেকেও এই মায়ের মন্দিরে পুজো দিতে আসেন ভক্তরা। তাঁদের বিশ্বাস, সংগ্রামপুর দক্ষিণা কালী (Dakshina Kali) মায়ের কাছে যা চাওয়া হয় তা পূর্ণ করেন মা দক্ষিণা কালী। তাই দূর-দূরান্ত থেকে মায়ের পুজো দিতে সেখানে ভক্তরা ভিড় জমান। পুজোর (Puja) রাতে সেখানে প্রতি বছরের মতো এবছরও ভক্তদের ঢল ছিল দেখার মতো। আলোর উৎসবে আলোর সাজে সেজে উঠেছিল গোটা মন্দির (Temple) চত্বর। কালীপুজোর বিশেষ দিনে মায়ের কাছে পুজো দিতে সেখানে ভক্তদের লাইন ছিল দেখার মতো। সেখানে পুজো দিতে গিয়ে এক দর্শনার্থী জানালেন, অনেকেই মায়ের স্বপ্নাদেশ পেয়েও সেখানে পুজো দিতে যান।