Kali Puja 2021- কালীপুজোর পরের দিন সকালে হয় বালুরঘাটের ঘটকালীর পুজো

আনুমানিক ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ির ঐতিহ্যবাহী পুজো আজও নিষ্ঠার সাথে পালন করে আসছেন বালুরঘাট (Balurghat) ব্লকের ডাঙ্গা গ্রামপঞ্চায়েতের মাহিনগর ঘাটকালী (Ghatkali) সেবা সমিতি। সব জায়গায় বৃহস্পতিবার রাতেই কালী মায়ের পুজো হলেও এখানকার ঘাটকালীর পুজো শুক্রবার সকাল থেকে শুরু হয়। এখানে মনে করা হয় মায়েরা সাত বোন। ছয় বোনের পুজোর শেষে ঘটকালীর পুজো হয়। রাতেই ঘাটকালীর অন্যান্য আরও ছয়বোনের সঙ্গে পাশেই আত্রেয়ী নদীতে বিসর্জন দেওয়া হয়। এই পুজাকে কেন্দ্র করে মাহিনগর এলাকার বাসিন্দাদের মধ্যে প্রতিবারই উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ওই এলাকার স্কুল মোড়ে রয়েছে বামাকালী, সেন্ট পিটার্স এলাকায় সুরকালী, মাহিনগর এলাকায় চন্ডী কালী, নদীর পাড়ে নির্দয়া কালী, মিশন এলাকায় বুড়াকালী, সন্ন্যাস কালী এবং ঘাট কালী। তবে বর্তমানে সন্ন্যাস কালী মায়ের পুজো আর হয়না। বাকি সবার পুজো আজও হচ্ছে। কথিত আছে, জমিদার বাড়ির একজন পুরোহিত বাকি ছয় জায়গায় পুজো করে ছোট বোন ঘাটকালীর পুজোয় বসতে ভোর হয়ে যেত। সেই থেকেই আজও দিনের বেলাতেই পুজো হয় এখানে।

/ Updated: Nov 06 2021, 12:01 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আনুমানিক ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ির ঐতিহ্যবাহী পুজো আজও নিষ্ঠার সাথে পালন করে আসছেন বালুরঘাট (Balurghat) ব্লকের ডাঙ্গা গ্রামপঞ্চায়েতের মাহিনগর ঘাটকালী (Ghatkali) সেবা সমিতি। সব জায়গায় বৃহস্পতিবার রাতেই কালী মায়ের পুজো হলেও এখানকার ঘাটকালীর পুজো শুক্রবার সকাল থেকে শুরু হয়। এখানে মনে করা হয় মায়েরা সাত বোন। ছয় বোনের পুজোর শেষে ঘটকালীর পুজো হয়। রাতেই ঘাটকালীর অন্যান্য আরও ছয়বোনের সঙ্গে পাশেই আত্রেয়ী নদীতে বিসর্জন দেওয়া হয়। এই পুজাকে কেন্দ্র করে মাহিনগর এলাকার বাসিন্দাদের মধ্যে প্রতিবারই উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ওই এলাকার স্কুল মোড়ে রয়েছে বামাকালী, সেন্ট পিটার্স এলাকায় সুরকালী, মাহিনগর এলাকায় চন্ডী কালী, নদীর পাড়ে নির্দয়া কালী, মিশন এলাকায় বুড়াকালী, সন্ন্যাস কালী এবং ঘাট কালী। তবে বর্তমানে সন্ন্যাস কালী মায়ের পুজো আর হয়না। বাকি সবার পুজো আজও হচ্ছে। কথিত আছে, জমিদার বাড়ির একজন পুরোহিত বাকি ছয় জায়গায় পুজো করে ছোট বোন ঘাটকালীর পুজোয় বসতে ভোর হয়ে যেত। সেই থেকেই আজও দিনের বেলাতেই পুজো হয় এখানে।