এই কালী মন্দিরে পূজা করেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব , জানুন স্বরূপনগরের খয়রা খাগী কালী কথা

ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া স্বরূপনগরের বিথারী গ্রামে অবস্থিত খয়রা খাগী কালিমন্দির,  ষোড়শ শতাব্দীর শেষ দিকে বিথারী শ্মশানে এই কালি মন্দিরের প্রতিষ্ঠা হয় | কালী পুজোর দিন মন্দিরের পিছনের বাওড়ে জাল ফেলে খয়রা মাছ ধরে মায়ের ভোগ দেওয়া হয়, সেই থেকে নামকরন খয়রা খাগী কালী । 

/ Updated: Oct 23 2022, 04:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া স্বরূপনগরের বিথারী গ্রামে অবস্থিত খয়রা খাগী কালিমন্দির,  ষোড়শ শতাব্দীর শেষ দিকে বিথারী শ্মশানে এই কালি মন্দিরের প্রতিষ্ঠা হয়, শতাধিক বছর পর রাণী রাসমনির উদ্যোগে মন্দিরটি পুনরায় সংস্কার করা হয়, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব এই কালী মন্দিরে পূজা করেছিলেন । পুরান রীতি নীতি মেনে এখনও  ধুমধাম করে কালী পুজো হয় । মন্দিরের পুজো দেখতে এলাকার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ভিড় জমান। বর্তমানে ট্রাস্টি বোর্ড মন্দিরের রক্ষনাবেক্ষন করে থাকে । কালী পুজোর দিন মন্দিরের পিছনের বাওড়ে জাল ফেলে খয়রা মাছ ধরে মায়ের ভোগ দেওয়া হয়, সেই থেকে নামকরন খয়রা খাগী কালী ।