তমলুকে বর্গভীমাদেবীর মন্দিরের পুজো, দেখুন ভিডিও
- তমলুক শহরে বর্গভামীদেবীর মন্দির শক্তিপীঠ হিসেবে পরিচিত
- আগে শহরে বর্গভীমাদেবী ছাড়া আর কোনও দেবদেবীর পুজোর চল ছিল না
- কালের নিয়মে এখন সেই রেওয়াজের অবলুপ্তি ঘটেছে
- বর্গভীমার মন্দিরে পুজো দিয়ে, তবেই কালীর আরাধনা মাতেন স্থানীয় বাসিন্দারা
মন্দিরের বয়স কত? কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক তথ্য জানা নেই কারওই। কথিত আছে, সতীর বাম পায়ের গোড়ালি নাকি পড়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে। কুরুক্ষেত্রে যুদ্ধের সময়ে শহরে বর্গভামী দেবীর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তাম্রধ্বজ রাজা। তমলুক শহরের বর্গভীমা মন্দির শক্তিপীঠ হিসেবেই পরিচিত। আগে শহরে বর্গভীমাদেবী ছাড়া আর কোনও দেবদেবীর পুজোর চল ছিল না। তবে কালের নিয়মে সেই রেওয়াজের অবলুপ্তি ঘটেছে। অন্য জায়গার মতোই তমলুকেও এখন বিভিন্ন ক্লাব, এমনকী বাড়িতেও মা কালীর পুজো হয়। বাড়ি হোক কিংবা ক্লাবে, নিয়ম মেনে এখনও আগে বর্গভামী দেবীর মন্দিরে পুজো দিয়ে, তবেই মা কালীর আরাধনা শুরু করেন তমলুক শহরের বাসিন্দারা। রীতিমতো মিছিল করে বর্গভামীর মন্দিরে ঘট নিয়ে আসেন কালীপুজোর উদ্যোক্তারা।