করোনা আবহে উৎসবের প্রস্তুতি, জন্মাষ্টমীতে খুঁটিপুজো আয়োজন পুরুলিয়ায়

  • করোনা আবহে গণেশ পুজোর প্রস্তুতি 
  • জন্মাষ্টমীতে খুঁটিপুজোর আয়োজন খনি এলাকায়
  • দশদিন নয়, এবার পুজো চলবে দু'দিন
  • গণেশ পুজোর থিম কোভিড-১৯
/ Updated: Aug 11 2020, 07:53 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা আবহে উৎসবের প্রস্তুতি! দশদিন নয়, পুরুলিয়ার খনি এলাকায় এবার গণেশপুজো দু'দিনের। মঙ্গলবার, জন্মাষ্টমীর দিন খুঁটিপুজো হল নেতুড়িয়া থানার পারবেলিয়া এলাকায়। স্থানীয় সরস্বতী ক্লাব আয়োজিত এই গণেশ পুজো দেখতে প্রতিবছর জনতার ঢল নামে। খনি এলাকায় একমাত্র বিগ বাজারে পুজো এটি। তবে করোনা আবহে মণ্ডপে গিয়ে নয়, দর্শনার্থীদের জন্য় ভার্চুয়ালি ঠাকুর দেখার ব্যবস্থা করেছে উদ্যোক্তারা। পুজোর থিম কোভিড-১৯।