মমতা, মোদীর ছবি নয়, বাঁকুড়ার খুদেদের তৈরি রাখিতে অন্য বার্তা, দেখুন ভিডিও

  • বাঁকুড়ায় রাখি তৈরি করে চমক খুদেদের
  • রাখির গায়ে সচেতনতামূলক প্রচার
  • মশাবাহিত রোগ, জল অপচয় আটকাতে বার্তা
/ Updated: Aug 16 2019, 06:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাখিতেও লেগেছে রাজনীতির রং। কোথাও রাখিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, কোথাও আবার 'দিদিকে বলো'-র প্রচার। আবার তার পাল্টা নরেন্দ্র মোদীর ছবি দেওয়া রাখি নিয়ে প্রচারে নেমে পড়েছে গেরুয়া শিবিরও। 

কিন্তু নিজেদের হাতে রাখি বানিয়ে এক অন্যরকমের বার্তা দিল বাঁকুড়ার একটি স্কুলের খুদে পড়ুয়ারা। প্রথমে উল, কাগজ দিয়ে রাখি তৈরি করে বিষ্ণুপুর ব্লকের রাধানগর গ্রামের রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা। সেই রাখিতেই লেখা ছিল মশারি টাঙিয়ে ঘুমানো, জল জমতে না দেওয়ার মতো মশাবাহিত রোগ আটকাতে সচেতনতামূলক প্রচার। একই সঙ্গে সাপের কামড় থেকে বাঁচতে অন্ধকার টর্চ ব্যবহার করা, জলের অপচয় আটকানো, জঙ্গলে আগুন না লাগানোর মতো বার্তাও দিয়েছে ছোটরা। আর স্বাধীনতা দিবসের দিনের অবশ্য দেশের স্বাধীনতা সংগ্রামীদের কথাও স্মরণ কর হয়েছিল খুদের তৈরি রাখিতে। সেই রাখি এলাকার বাসিন্দাদের হাতে পরিয়ে দেয় ছোট ছোট ছেলেমেয়েরা।