মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি কার্যকর হয়নি, ক্ষোভ প্রকাশ কেএলও লিংক ম্যানদের

  • এক সময় দিদি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন
  • তবুও এখন মেলেনি চাকরি
  • আন্দোলন নামতে চলেছেন কেএলও লিংক ম্যানেরা
  • পাশিপাশি অনসন করবেন বলেও তারা জানিয়েছেন

/ Updated: Jan 18 2021, 03:09 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ি স্পেশাল হোম গার্ডে চাকরি না মেলায় এবারে আন্দোলনে নামতে চলেছেন প্রাক্তন কেএলও লিংক ম্যানেরা। মঙ্গলবার থেকে মালদা জেলার হবিবপুর, বামনগোলা, গাজোল সহ একাধিক ব্লকের প্রায় ১৩০ জন সদস্য অনশনে বসতে চলেছেন বলে তাঁরা জানিয়েছেন। এই নিয়ে সোমবার শতাধিক কেএলও লিংক ম্যানেরা মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হয়ে অনশনে বসার কথা জানান। এই বিষয়ে দুলাল বর্মন, হরিশ চন্দ্র বর্মনরা জানান, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন তবুও চাকরি মেলেনি। আর সেই কারণেই মঙ্গলবার থেকে তারা অনশনে বসবেন। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মূল স্রোতে ফিরে আসা কে এল ও লিংক ম্যানেদের স্পেশাল হোম গার্ড নিয়োগ করা হবে। এই ঘোষণার পর তারা বারবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন চাকরির দাবি নিয়ে। কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় মঙ্গলবার থেকে তারা অনশনে বসছেন বলে জানান।