Asianet News BanglaAsianet News Bangla

অসহায় বৃদ্ধার পাশে কৃষ্ণ কল্যাণী, বৃদ্ধার সব দায়িত্ব নিলেন তিনি

  • ইদের নামাজ পড়ে বাড়িতে ফিরেই ছেলের হাতে খুন বাবা
  • নদিয়ার হরিণঘাটা পৌরসভার দলইপুরের ঘটনা
  • সকালে নামাজ পড়ে বাড়ি ফেরেন খোকন মন্ডল
  • তারপরেই শুরু হয় পারিবারিক অশান্তি
  • অশান্তির জেরেই বাবাকে খুন করে ছেলে
     
May 14, 2021, 9:48 PM IST

ইদের নামাজ পড়ে বাড়িতে ফিরেই ছেলের হাতে খুন বাবা। নদিয়ার হরিণঘাটা পৌরসভার দলইপুরের ঘটনা। সকালে নামাজ পড়ে বাড়ি ফেরেন খোকন মন্ডল। সূত্রের খবর, শুক্রবার সকালে নামাজ পড়তে যায় দৌলতপুরের খোকন মন্ডল ও তাঁর ছেলে ইমাম মন্ডল। নামাজ সেরে বাড়ি ফেরার পরেই শুরু হয় পারিবারিক অশান্তি। অশান্তির জেরেই বাবাকে খুন করে ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক। 

Video Top Stories