পুলিশ- সংবাদমাধ্যমকে মার, নবান্ন অভিযানে তুলকালাম বামেদের, দেখুন ভিডিও

  • বামেদের নবান্ন অভিযানে রণক্ষেত্র হাওড়া
  • লাঠিচার্জ পুলিশের, পাল্টা ইটবৃষ্টি বাম সমর্থকদের 

/ Updated: Sep 13 2019, 06:25 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুলিশ লাঠিচার্জ করেছিল। কিন্তু নবান্ন অভিযানে আসা বাম কর্মী- সমর্থকরা এতখানি আক্রমণাত্মক হবেন, তা বোধহয় ভাবতে পারেনি প্রশাসন। পুলিশের লাঠিচার্জের পাল্টা ইট বৃষ্টি শুরু করেন বাম ছাত্র যুব সংগঠনের সমর্থকরা। পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধর করার অভিযোগও ওঠে। বহুতলের ছাদে উঠেও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। রাস্তায় ফেলে মারা হয় সংবাদমাধ্যমের কর্মীদের। এমনকী, ইটবৃষ্টির মাঝে পড়ে বেশ সাধারণ মানুষও আহত হন। বাম কর্মী সমর্থকদের পাশাপাশি আহত হন কয়েকজন পুলিশকর্মীও। কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

হাওড়া থেকে এ দিন নবান্নের দিকে এগিয়ে যায় বাম ছাত্র যুব কর্মী সংগঠনের সদস্যরা। মল্লিক ফটকের কাছে মিছিল আটকায় পুলিশ। এর পরেই উত্তেজনা বাড়তে থাকে। বামেদের অবশ্য অভিযোগ, পুলিশের সঙ্গে মিলে মিছিলে হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডাবাহিনী।