লোকালয়ে চিতা বাঘের আতঙ্ক, ৪ ঘন্টার চেষ্টায় অবশেষে খাঁচাবন্দি চিতা

লোকালয়ে মিলল চিতাবাঘের দেখা। বৃহস্পতিবার সকালে দেখা মেলে বাঘটির। কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে দেখা যায় বাঘটিকে। স্থানীয়রা প্রথম দেখতে পায় বাঘটিকে, বাঘ দেখে ছড়ায় আতঙ্ক। একটি বাড়ির বাথরুমের সামনে দেখা যায় চিতা বাঘটিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বন দফতরের কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় বাঘটিকে খাঁচাবন্দি করা হয়।
 

/ Updated: Jan 27 2022, 04:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লোকালয়ে মিলল চিতাবাঘের দেখা। বৃহস্পতিবার সকালে কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীরা একটি চিতাবাঘ দেখতে পায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা শহরজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ির বাথরুমের সামনে বাঘটিকে প্রথম দেখতে পাওয়া যায়। বনদফতরের আধিকারিক এবং পশুপ্রেমী সংস্থার সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য তথা প্রত্যক্ষদর্শী সুমন্ত সাহা। বন দফতরের কর্মী এবং কোতোয়ালি থানার পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পাশাপাশি পৌঁছয় বন দফতরের রেসকিউ টিম। ১৪৪ ধারা জারির বিষয়ে প্রশাসনের তরফে এলাকায় মাইকিং করা শুরু হয়। পরে প্রায় চার ঘন্টার চেষ্টায় চিতা বাঘকে ঘুমপাড়ানি গুলি দিয়ে উদ্ধার করে বনদফতরের কর্মীরা। বনদফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, জলদাপাড়া রেঞ্জ দফতরে তাকে নিয়ে যাওয়া হবে। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা করে তাকে ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।