চিতাবাঘ ধরতে গিয়ে নাকাল হলেন বন দফতরের কর্তারা, গাড়ির তলায় লুকোল শ্রীমান


জলপাইগুড়ির রঙধামালি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল আস্ত একটি চিতাবাঘ। আর সেই বাবাজিকে বশে আনতে গিয়েই নাকাল হলেন বনদফতরের কর্তারা। রেহাই পেলেন না টাক্সফোর্সের প্রধানও। চিতাবাঘ লোকালয়ে বেরিয়েছে শুনেই  বৈকুন্ঠপুরের রেঞ্জ অফিসের কর্মীরা সেটিকে ধরতে বেরিয়ে পড়েন।

/ Updated: Dec 30 2019, 05:30 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


জলপাইগুড়ির রঙধামালি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল আস্ত একটি চিতাবাঘ। আর সেই বাবাজিকে বশে আনতে গিয়েই নাকাল হলেন বনদফতরের কর্তারা। রেহাই পেলেন না টাক্সফোর্সের প্রধানও। চিতাবাঘ লোকালয়ে বেরিয়েছে শুনেই  বৈকুন্ঠপুরের রেঞ্জ অফিসের কর্মীরা সেটিকে ধরতে বেরিয়ে পড়েন। সঙ্গে ছিলেন টাক্সফোর্সের প্রধান সঞ্জয় দত্তও। কিন্তু চিতাবাঘটিকে কাবু করতে গিয়েই ঘটে বিপত্তি। গ্রামবাসীরা তাড়া করতেই সেটি তেড়ে আসে টাক্সফোর্সের গাড়ির দিকে। খোদ আশ্রয় নেয় বনদফতরের গাড়ির নীচেই। এদিকে রশি দিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করতে গিয়ে সেটির আঁচড়ে  জখম হন সঞ্জয় দত্ত সহ আরও তিন জন। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়। এদিকে চিতাবাঘটিকেও শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।