বেকারত্ব দূর করতে নারদ মুনির পুজোয় বাঁকুড়ার রতনপুরের বাসিন্দারা


বাঁকুড়ার রতন গ্রামের বাসিন্দারা মেতে উঠেছে নারদ মুনির পুজোয়। তাঁদের দাবি, নারদের  পুজো করলে বেকারত্ব দূর হবে। 

/ Updated: Nov 04 2019, 06:05 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


দুর্গা পুজো, শিবরাত্রি, গণেশ পুজো, কালী পুজো হয়। বাঁকুড়ার মানুষ দেবর্ষি নারদের পুজোয় মেতেছে।  বাঁকুড়ার ২ নম্বর ব্লকের রতনপুর গ্রামের নারদ মুনির পুজোয় অংশগ্রহণ করতে পাশের গ্রাম থেকেও বাসিন্দারা হাজির হয়। এই পুজোকে ঘিরে চারদিন উৎসবের আমেজে ভাসেন গ্রামবাসীরা। রতন পুর গ্রামের বাসিন্দারা  মনে করেন,  এই পুজো হলে, দেবর্ষি নারদ গ্রামের শিক্ষিত বেকার ছেলেমেয়েদের বেকারত্বের খবর বিভিন্ন দেব দেবীর কাছে পোঁছে দেবেন। গ্রামবাসীদের দাবি, নারদ পুজো করে গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের অনেক বেকার যিবক যুবতীর কর্মসংস্থান হচ্ছে। যার জেরে দিনে দিনে জনপ্রিয় হচ্ছে এই নারদ মুনির পুজো।