আবারও ধর্নায় প্রেমিকা স্ত্রীর মর্যাদা পেতে, প্রেমিক পলাতক

প্রেমিকের অন্যত্র বিয়ের খবর পেয়ে সুদূর জয়পুর থেকে ছুটে এসে স্ত্রী র মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিকা, ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রামশিমূল গ্রামের 

/ Updated: Sep 04 2022, 01:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আবারও স্ত্রীর মর্যাদার পেতে ধর্নায় প্রেমিকা | এবার সুদূর জয়পুর থেকে ছুটে এসে মালদহে প্রেমিকের বাড়ির ধর্নায় প্রেমিকা | যুবতী প্রেমিকের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন | যুবতীর অভিযোগ,গত তিন বছর ধরে ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে বলে দাবি তার |