পঞ্চায়েত প্রধান হওয়ার পাঁচ বছরের মধ্যেই বিলাসবহুল অট্টালিকা, বিতর্ক তুঙ্গে

শাসক দলের সম্পত্তি ঘিরে ফের নতুন করে বিতর্ক তৈরী হলো বাঁকুড়ায়, বিজেপি নেতা তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির ছবি ফেসবুকে পোষ্ট করে , তা নিয়ে তৈরি রাজনৈতিক বিতর্ক । 

/ Updated: Sep 03 2022, 12:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিজেপি নেতা নীরজ কুমারের একটি ফেসবুক পোষ্ট ঘিরে তৈরি হয় বিতর্ক | তিনি তৃণমূল পঞ্চায়েত প্রধান গুরুদাস ব্যানার্জীর বাড়ির ছবি পোষ্ট করে বিস্ফোরক মন্তব্য করেন | গ্রামের মানুষদেরও দাবী তিনি  প্রধান হওয়ার পর এই অট্টালিকা করেছেন | গ্রামের একাংশের বাসিন্দাদের দাবি, পঞ্চায়েতে সরকারী প্রকল্পে বাড়ির কথা বললে দশ হাজার টাকা দিতে হবে বলে বলা হয় | তবে প্রধান গুরুদাস ব্যানার্জী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন |