সাড়ম্বরে পালিত হচ্ছে মা সারদার ১৬৭তম জন্মতিথি, জয়রামবাটিতে অগণিত ভক্ত সমাগম
সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী মা সারদার ১৬৭তম জন্মতিথি। ইংরেজির ১৮৫৩ খ্রীষ্টাব্দে, আর বাংলার ১২৬০ সালের ৮ই পৌষ বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্ম হয়েছিল সারদাদেবীর। মায়ের জন্মতিথিতে তাই সেজে উঠেছে তাঁর জন্মস্থান। মাতৃমন্দিরে দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। এদিন ভোর মঙ্গল আরতি দিয়ে শুরু হয় মায়ের আরাধনা। বেদপাঠ ও স্তব গানের পর হয় মায়ের বিশেষপুজো, এরপর ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। মায়ের ছবি নিয়ে সারা জয়রামবাটি প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা। মায়ের জন্মতিথি উপলক্ষ্যে এদিন মাতৃমন্দিরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মত।
সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী মা সারদার ১৬৭তম জন্মতিথি। ইংরেজির ১৮৫৩ খ্রীষ্টাব্দে, আর বাংলার ১২৬০ সালের ৮ই পৌষ বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্ম হয়েছিল সারদাদেবীর। মায়ের জন্মতিথিতে তাই সেজে উঠেছে তাঁর জন্মস্থান। মাতৃমন্দিরে দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। এদিন ভোর মঙ্গল আরতি দিয়ে শুরু হয় মায়ের আরাধনা। বেদপাঠ ও স্তব গানের পর হয় মায়ের বিশেষপুজো, এরপর ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। মায়ের ছবি নিয়ে সারা জয়রামবাটি প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা। মায়ের জন্মতিথি উপলক্ষ্যে এদিন মাতৃমন্দিরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মত।