কৃত্রিম মাসির বাড়িতেই এবার যাবেন মাহেশের জগন্নাথ, পুজো হবে করোনা বিধি মেনেই

গত বছরের পর এবারও ঘুরবে না মাহেশ -এর রথের চাকা। মাহেশের রথ এবার ৬২৫ বছরে পা দিয়েছে। করোনা বিধি মেনেই এবার সেখানে পুজো হবে বলে জানালেন মাহেশের জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত। কৃত্রিম মাসির বাড়িতে যাবেন এবার জগন্নাথ দেব। করোনা বিধি মেনেই সেখানে ভক্তরা জগন্নাথদেবের পুজো দিতে পারবেন।  জিটি রোডে তৈরি করা হয়েছে বিশালাকার গেট। ভক্ত সমাগম সামাল দিতে সেখানে মোতায়েন হয়েছে পুলিশ।

/ Updated: Jul 12 2021, 02:57 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত বছরের পর এবারও ঘুরবে না মাহেশ -এর রথের চাকা। মাহেশের রথ এবার ৬২৫ বছরে পা দিয়েছে। করোনা বিধি মেনেই এবার সেখানে পুজো হবে বলে জানালেন মাহেশের জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত। কৃত্রিম মাসির বাড়িতে যাবেন এবার জগন্নাথ দেব। করোনা বিধি মেনেই সেখানে ভক্তরা জগন্নাথদেবের পুজো দিতে পারবেন।  জিটি রোডে তৈরি করা হয়েছে বিশালাকার গেট। ভক্ত সমাগম সামাল দিতে সেখানে মোতায়েন হয়েছে পুলিশ।