সোশ্যাল মিডিয়ায় আমন্ত্রণ, কার্তিক পূর্ণিমায় মালদহ মাতল বোন ফোঁটায়


সমাজে পুরুষদের মঙ্গল কামনায়  রয়েছে নান ব্রত ও অনুষ্ঠান। ভাইয়ের মঙ্গল কামনায় ভাইফোঁটা, জামাইয়ের জন্য জামাইষষ্ঠী। কিন্তু মেয়েদের মঙ্গল কামনায় পাথি, পুঁথিতে এমন কোনও প্রথা পালনের উল্লেখ নেই। তাই  কার্তিক পূর্ণিমার দিন মালদহ শহরের মেয়েরা নিজেরাই মাতল নিজেদের মঙ্গল কামনায়, পালিত হল বোনফোঁটা। সোশ্যাল মিডিয়ায় বার্তা পেয়ে উপস্থিত হয়েছিলেন শতাধিক উৎসাহী মহিলা। একে অপরকে না চিনলেও মালদহের উঠোনে একে অপরের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন তাঁরা। সঙ্গে চলল লুচি, পায়েস, মিষ্টি, নাড়ু সহযোগে জমিয়ে পেট পুজোও। 

/ Updated: Nov 12 2019, 05:39 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সমাজে পুরুষদের মঙ্গল কামনায়  রয়েছে নান ব্রত ও অনুষ্ঠান। ভাইয়ের মঙ্গল কামনায় ভাইফোঁটা, জামাইয়ের জন্য জামাইষষ্ঠী। কিন্তু মেয়েদের মঙ্গল কামনায় পাথি, পুঁথিতে এমন কোনও প্রথা পালনের উল্লেখ নেই। তাই  কার্তিক পূর্ণিমার দিন মালদহ শহরের মেয়েরা নিজেরাই মাতল নিজেদের মঙ্গল কামনায়, পালিত হল বোনফোঁটা। সোশ্যাল মিডিয়ায় বার্তা পেয়ে উপস্থিত হয়েছিলেন শতাধিক উৎসাহী মহিলা। একে অপরকে না চিনলেও মালদহের উঠোনে একে অপরের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন তাঁরা। সঙ্গে চলল লুচি, পায়েস, মিষ্টি, নাড়ু সহযোগে জমিয়ে পেট পুজোও। 

বোন ফোঁটার মন্ত্রও ছিল আলাদা। মালদহ কলেজের অধ্যাপিকা অনুরাধা কুণ্ডু নিজে লিখে দেন সেই মন্ত্র। নিজেদের মঙ্গল কামনায় এই মন্ত্র বোন ফোঁটায় বাড়তি মাত্রা যোগ করে দেয়। মেয়েরা মেয়েদের শত্রু এই প্রচলিত ধারণাকে ভাঙতেই এই উদ্যোগ বলে জানান উৎসাহী মহিলারা। এবার থেকে প্রতিবছরই শহরে এই বোন ফোঁটার আয়োজন করা হবে। ভাই  বোনের সম্পর্কের মতোই বোনে বোনে সম্পর্ক সুদৃঢ় করার বার্তা দিতেই এই অভিনব বোন ফোঁটার আয়োজন।