জমি বিবাদ কে কেন্দ্র করে হাঁসুয়ার কোপ, চরম উত্তেজনা এলাকায়, গ্রেফতার ৩

জমি নিয়ে পুরোনো বিবাদ, তার জেরে হাঁসুয়ার কোপ মেরে খুনের চেষ্টা এক তৃনমূল নেতাকে, গুরুতর জখম ওই তৃনমূল নেতকে প্রথমে হরিশচন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালের ভর্তি করা হয়। পরে তাকে চাঁচল সুপারস্পেলিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে জখম তৃনমূল নেতার নাম রামচন্দ্র দাস । 

/ Updated: Oct 26 2022, 03:18 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জমি নিয়ে পুরোনো বিবাদ, তার জেরে হাঁসুয়ার কোপ মেরে খুনের চেষ্টা এক তৃনমূল নেতাকে, গুরুতর জখম ওই তৃনমূল নেতকে প্রথমে হরিশচন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালের ভর্তি করা হয়। পরে তাকে চাঁচল সুপারস্পেলিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে জখম তৃনমূল নেতার নাম রামচন্দ্র দাস ।  সাড়ে ১৬ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশী শংকর দাসের সাথে । হঠাৎ তাকে ঘিরে ধরে প্রতিবেশী শংকর দাস ও তার দলবল, চরম উত্তেজনা সৃষ্টি হয়।  বচসা থেকে হাঁসুয়া নিয়ে রামচন্দ্রে গলায় কোপ মারতে যায়। হাঁসুয়ার কোপ গিয়ে লাগে ডান হাতে উপরে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছুটে আসে স্থানীয়রা। পরে খবর পেয়ে ছুটে আসেন রামচন্দ্র দাসের পরিবারের সদস্যরা। ততক্ষনে শংকর দাস সহ তার দলবল এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোটা ঘটনায় ১১ জনের নামে হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছেন জখম রাম চন্দ্র দাসের ছেলে সৌভিক দাস। অভিযোগ হাতে পেয়ে ৩ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ।  ইনচার্জ।ঝোটন প্রসাদ জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে গ্ৰেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।