উদ্বোধনের দিনই বাতিল মালদহ জেলা বইমেলা, উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও

উদ্বোধনের দিনই 'বাতিল' মালদহ জেলা বইমেলা। সোমবারই ৩৩তম মালদহ জেলা বইমেলা উদ্বোধন এর কথা ছিল। উদ্বোধনের জন্য জেলায় উপস্থিত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বইমেলায়  দেড়শোর বেশি স্টলে সাজিয়ে ফেলা হয়েছিল বইপত্র। 

/ Updated: Jan 03 2022, 07:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্যে ভয়াবহ করোনা পরস্থিতি, যার জেরে ফের কড়াকড়ির পথে রাজ্য সরকার। সোমবার থেকে শুরু হয়েছে নাইট কার্ফু। ফের বন্ধ হয়েছে স্কুল এবং কলেজ। আর এই করোনার জেরে উদ্বোধনের দিনই বাতিল হল মালদহ জেলা বইমেলা। প্রতি বছরই সেখানকার মানুষ এই বইমেলার জন্য অপেক্ষা করে থাকেন। সোমবারই ৩৩তম মালদহ জেলা বইমেলা উদ্বোধন এর কথা ছিল।বইমেলার উদ্বোধনের জন্য জেলায় উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও। বইমেলায়  দেড়শোর বেশি স্টলে সাজিয়ে ফেলা হয়েছিল বই। কলকাতার একাধিক প্রকাশনী সংস্থা স্টল করেন এখানে। শেষ মুহূর্তে কোভিড পরিস্থিতিতে বইমেলা বাতিল ঘোষণা হওয়ায় বড় ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন বই বিক্রেতারা। বই মেলা বাতিল হওয়ায় মাথায় হাত প্রকাশনী সংস্থা থেকে আয়োজকদের। কলকাতার বাইরে রাজ্যের অন্যতম বড় বইমেলা হয় মালদহ। আগামী ৬ জানুয়ারি আলোচনা সভায় অংশ নেওয়ার কথা ছিল গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। করোনার জেরে সব কিছুই বন্ধ থাকছে এবার।