বাংলার সংস্কৃতি ভাঙবার জন্য চক্রান্ত চলছে, বিজেপিকে বিঁধলেন মমতা
- বোলপুরের জামবুনি মোড়ের জনসভায় মমতা
- সেখান থেকেই বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছঁড়লেন মমতা
- বললেন 'ক্ষমতা থাকলে টাচ করে দেখান'
- রবীন্দ্রনাথকে অসম্মান করার অভিযোগ তুলতেও শোনাগেল তাঁকে
বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা এখন চরমে। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছেন বিজেপি নেতারা। বোলপুরের রোড শো করতে গিয়েও তেমনই প্রতিশ্রুতি দিতে শোনা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রী আমিত শাহ -কে। অমিত শাহ -র সেই রোড শো -এর পরেই সেখানে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সেখানে গিয়ে রোড শো -এর পর সভা করেন তিনি। সেই সভায় দাঁড়িয়েই বিজেপিকে কটাক্ষ করতে শোনা গেল তাঁকে। মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর, বললেন, 'ক্ষমতা থাকলে টাচ করে দেখান'। বাংলায় ঘৃণা আর বিদ্বেষের রাজনীতি চলবে না। সেই সঙ্গেই নিজের দলকে নিয়ে গর্ব করে বললেন, 'তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখন ছিল চারা গাছ, আজ তা বটবৃক্ষ'। পশাপাশি রবীন্দ্রনাথকে অসম্মান করার অভিযোগ তুলে বিজেপি-কে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।