একদিকে সংস্কৃতির হত্যা, অন্যদিকে কেড়ে নেবে অন্ন, বিরেধী দলের উদ্দেশে মন্তব্য মমতার

  • বোলপুরের জামবুনি মোড়ের জনসভায় মমতা
  • সেখান থেকেই বিজেপিকে কটাক্ষ মমতার
  • বিজেপি-কে কড়া হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • ক্ষমতা থাকলে ৩০ সিট পেয়ে দেখাক বিজেপি
  • জনসভা থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন মমতা

/ Updated: Jan 09 2021, 01:00 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা এখন চরমে। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছেন বিজেপি নেতারা। বোলপুরের রোড শো করতে গিয়েও তেমনই প্রতিশ্রুতি দিতে শোনা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রী আমিত শাহ -কে। অমিত শাহ -র সেই রোড শো -এর পরেই সেখানে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সেখানে গিয়ে রোড শো -এর পর সভা করেন তিনি। সেই সভায় দাঁড়িয়েই বিজেপিকে কটাক্ষ করতে শোনা গেল তাঁকে। মঞ্চে দাঁড়িয়ে বিজেপি-কে কড়া হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'ক্ষমতা থাকলে ৩০ সিট পেয়ে দেখাক বিজেপি', জনসভা থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন মমতা। রবীন্দ্রনাথের বাংলায় হেট পলিটিক্স করা হচ্ছে। সেই সঙ্গে ফেক পলিটিক্সের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাণী শোনাচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী। মোদী, অমিত শাহ-দের নাম না করে কটাক্ষ মমতার।