হোটেলে নয়, গ্রামে রাত কাটাবেন তৃণমূল নেতারা, 'দিদিকে বলো'- তে আর কী কী, দেখুন ভিডিও
- শুরু হল তৃণমূলের নতুন প্রচার কৌশল
- প্রচার কৌশলের নাম 'দিদিকে বলো'
- সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ
- গ্রামে গিয়ে রাত কাটাবেন দলের জনপ্রতিনিধিরা
নির্বাচনী প্রচার নয়, বরং সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতেই চালু হল দিদিকে বলো। নতুন প্রচার কৌশলের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণার পরে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন নম্বর এবং ওয়েবসাইটে আম জনতা অভিযোগের কথা জানাতে পারবেন, তাও বলে দিয়েছেন তৃণমূলনেত্রী। মোবাইল নম্বরটি হল ৯১৩৭০৯১৩৭০। এ ছাড়াও www.didikebolo.com ওয়েবসাইটেও অভিযোগ জানানো যাবে।
তবে সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ নিবিড় করতেই যে এই উদ্যোগ, তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী একশো দিনের মধ্যে তৃণমূলের নির্বাচিত এক হাজারের বেশি জনপ্রতিনিধি এবং দলের কর্মীরা দশ হাজারের বেশি গ্রাম এবং শহরে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে সাধারণ মানুষের বাড়িতে থাকা, বুথ স্তরের কর্মীদের বাড়িতে খাওয়াদাওয়া সারবেন তাঁরা। তবে নিজেদের এলাকার মধ্যেই ঘুরতে হবে জনপ্রতিনিধিদের। কে কোথায় যাবেন, তা ঠিক করে দেবে দল।