চিদম্বরমের গ্রেফতারি নিয়ে উদ্বিগ্ন মমতা

  • চিদম্বরমের গ্রেফতারিতে গণতন্ত্র কাঁদছে
  • গ্রেফতারের পদ্ধতি নিয়ে উদ্বেগ মমতার
  • চিদম্বরম দেশের প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী
  • বিচারবিভাগ নিয়ে নো কমেন্টস মুখ্য়মন্ত্রীর

/ Updated: Aug 22 2019, 05:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


যেভাবে প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। আইএনএক্স মিডিয়াকাণ্ডে কংগ্রেস নেতা পি চিদম্বরমের গ্রেফতারি প্রসঙ্গে এমনই মন্তব্য় করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বলেন,চিদম্বরম একজন বরীষ্ঠ রাজনীতিবিদ। দেশের প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রক সামলেছেন তিনি। তাঁকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তা অত্য়ন্ত বাজে ও দুঃখজনক ঘটনা। আমি বিচারবিভাগ নিয়ে কোনও মন্তব্য় করব না। কিন্তু গণতন্ত্র আজ কাঁদছে। গতকালই আইএনএক্স মিডিয়াকাণ্ডে পাঁচিল টপকে চিদম্বরমের বাড়িতে ঢোকেন সিবিআই অফিসাররা। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। যদি আগেই কংগ্রেসের পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে চিদম্বরম বলেন তিনি নির্দোষ।