Mamata Banerjee : 'সঙ্গ দোষে কেউ বিপথে চলে যায়, তাঁদের ভালবাসতে হবে': মমতা

'সঙ্গ দোষে কেউ বিপথে চলে যায়, তাঁদের ভালবাসতে হবে': মমতা। মমতা বলেন, 'হাতের পাঁচটা আঙুল সমান নয়, অর্থাৎ সব মানুষ সমান নন। তাই একজন ভুল করলে বাকিদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়' বলে মন্তব্য করেছেন তিনি। 'সঙ্গ দোষে বা নানারকম ডিপ্রেশনে ভুগলে বিপথে চালিত হতে পারে। তাঁদের ভাল করতে হবে, ভালবেসে নিয়ে আসতে হবে।’

/ Updated: Sep 05 2022, 08:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'সঙ্গ দোষে কেউ বিপথে চলে যায়, তাঁদের ভালবাসতে হবে': মমতা। মমতা বলেন, 'হাতের পাঁচটা আঙুল সমান নয়, অর্থাৎ সব মানুষ সমান নন। তাই একজন ভুল করলে বাকিদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়' বলে মন্তব্য করেছেন তিনি। 'সঙ্গ দোষে বা নানারকম ডিপ্রেশনে ভুগলে বিপথে চালিত হতে পারে। তাঁদের ভাল করতে হবে, ভালবেসে নিয়ে আসতে হবে।’