দ্বিতীয় স্বাধীনতার লড়াই, জেএনইউ কাণ্ডের পর মনে হচ্ছে মমতার, দেখুন ভিডিও

  • জেএনইউ কাণ্ডের নিন্দায় সরব মুখ্যমন্ত্রী
  • দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করা হচ্ছে, অভিযোগ মমতার
  • একজোট হয়ে ছাত্রসমাজকে লড়াইয়ের ডাক
  • দ্বিতীয় স্বাধীনতার লড়াই, মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর
/ Updated: Jan 06 2020, 04:54 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সংখ্যাগরিষ্ঠতা আছে মানেই সরকারে থেকে যা ইচ্ছে তাই করা যায় না। ছাত্রদের পাশে থাকার বার্তা দিয়ে এ ভাবেই জেএনইউ কাণ্ডে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবার রাতের হামলার ঘটনাকে ছাত্রদের উপরে ফ্যাসিস্ট আক্রমণ বলে মন্তব্য করেন তিনি। এ দিন হাওড়ার ডুমুরজোলায় তিনি এর বিরুদ্ধে একজোট হয়ে ছাত্রছাত্রীদের লড়াইয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই লড়াইকে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এ দিনও মমতা অভিযোগ করেন, প্রতিবাদ করলেই তাঁদেরকে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'আমি নিজে ছাত্র রাজনীতি করে উঠে এসেছি। তাই ছাত্র রাজনীতি আমি খুব ভাল বুঝি। এখন তো দেখছি ছাত্রছাত্রীদের উপর রীতিমতো অত্যাচার করা হচ্ছে। শিক্ষকদেরও রেয়াত করা হচ্ছে না। এটা খুবই বেদনাদায়ক বিষয়। যেভাবে গণতন্ত্রের উপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে, তা নিয়ে বলতে গেলেও লজ্জা লাগে। কেউ কোনও প্রশ্ন তুললেই তাঁকে পাকিস্তানি বানিয়ে দিচ্ছে। তাঁকেই দেশের শত্রু বলা হচ্ছে। পাকিস্তান গণতান্ত্রিক দেশ নয়, ভারত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। এটা নিয়েই আমরা গর্ব করি। ভারতে এরকম কোনওদিন হয়নি।' রবিবার জেএনইউ-এর ঘটনায় পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠেছে। মমতার দাবি, বিজেপি সমর্থকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার জন্য আগে থেকেই পুলিশকে নির্দেশ দেওয়া ছিল উপরমহল থেকে।