বেলুড় মঠের ভক্তদের জন্য দুঃসংবাদ, পুজোয় বন্ধ থাকছে বেলুড় মঠ

  • করোনার কারণে আপাতত বন্ধই রয়েছে বেলুড় মঠ
  • কিছুদিন আগে মঠ খুললেও আবারও সংক্রমণ ছড়ানোর কারণে বন্ধ হয়ে যায়
  • আর এবার সেই করোনার কারণেই দুর্গা পুজোয় বন্ধ থাকছে বেলুড় মঠ
  • দর্শনার্থীদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ থাকছে এবার
/ Updated: Oct 15 2020, 11:35 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনার কারণে আপাতত বন্ধই রয়েছে বেলুড় মঠ। কিছুদিন আগে মঠ খুললেও আবারও সংক্রমণ ছড়ানোর কারণে বন্ধ হয়ে যায়। আর এবার সেই করোনার কারণেই দুর্গা পুজোয় বন্ধ থাকছে বেলুড় মঠ। দর্শনার্থীদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ থাকছে এবার। ২০০০ সাল পর্যন্ত মঠের মূল মন্দিরের ভিতরেই পুজো হত। এবারও আগের মতই পুজো হবে। অন্যবার পুজোয় জমজমাট হয়ে থাকে বেলুড় মঠ। এবার সেখানে ফাঁকাই থাকবে মঠ। কোনও প্রকার প্রসাদও বিতরণ করা হবে না। প্রতিবছর সেখানে কুমারীদের সন্ন্যাসীরা কোলে করে পুজোর মঞ্চে নিয়ে আসেন। তবে এবার কুমারীর পরিবারের সদস্যরাই তাঁকে নিয়ে যাবেন মঞ্চে।