বরফ গলার ইঙ্গিত, বাড়ির কালীপুজোয় রাজ্যপালকে আমন্ত্রণ মমতার, দেখুন ভিডিও

  • মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় রাজ্যপালকে আমন্ত্রণ 
  • আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
     

/ Updated: Oct 26 2019, 01:37 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দু' পক্ষে সংঘাতের আবহ ছিলই। তার মধ্যেই কালীপুজোকে কেন্দ্র করে বরফ গলার ইঙ্গিত দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বারাসতে কালীপুজোর উদ্বোধনে গিয়ে রাজ্যপাল জানিয়ে দিলেন, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোয় সস্ত্রীক উপস্থিত থাকবেন তিনি। মুখ্যমন্ত্রী নিজেই তাঁকে আমন্ত্রণ করেছেন বলে জানান রাজ্যপাল। তিনি নিজে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটার দিন যাওয়ার ইচ্ছে প্রকাশ করে প্রথমে চিঠি দিয়েছিলেন বলেও জানিয়েছেন ধনখড়। 

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যপালের সঙ্গে একের পর এক ইস্যুতে সংঘাত বেঁধেছে রাজ্যের শাসক দলের। সম্প্রতি রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর হাতে যাওয়াকে কেন্দ্র করে রাজ্য় সরকারের সঙ্গেও সংঘাতে জড়ান রাজ্যপাল। এর আগে রাজ্য সরকার আয়োজিত পুজো কার্নিভালে তাঁকে ডেকে নিয়ে অপমান করা হয়েছিল বলেও প্রকাশ্যে সরব হয়েছিলেন রাজ্যপাল। সুব্রত মুখোপাধ্যায়ের মতো রাজ্যের প্রবীণ মন্ত্রীও তাঁকে কটাক্ষ করেছেন। রাজ্যপালের ডাকা প্রশাসনিক বৈঠকে গরহাজির থেকেছেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। এই অবস্থায় ক্রমশ যখন রাজভবনের সঙ্গে সরকার এবং শাসক দল এবং রাজ্য সরকারের সম্পর্ক তলানিতে ঠেকছিল, তখন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় রাজ্যপালের উপস্থিতি যথেষ্ট দু' পক্ষ থেকেই ইতিবাচক বার্তা বলেই মনে করছে রাজননৈতিক মহল।