এনআরসি নয়, সেনসাস হবে, বিদ্যাসাগরের বাড়ি থেকে চ্যালেঞ্জ মমতার, দেখুন ভিডিও

  • এনআরসি নিয়ে এবার চ্যালেঞ্জ মমতার
  • এনআরসি নয়, আদম সুমারি হবে বলে দাবি মুখ্যমন্ত্রীর
     
/ Updated: Sep 24 2019, 06:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে থেকেই এনআরসি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, বাংলা থেকে একজনকেও তাড়াতে দেবেন না তিনি। কোনওভাবেই বাংলায় এনআরসি চালু করতে দেবেন না বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, এনআরসি নয়, দশ বছর অন্তর যে রুটিন জনগণনা হয়, সেটাই করা হবে। এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

এ দিন বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটেতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ কেউ ভয় দেখিয়ে বলছে এনআরসি হবে। একাত্তর সালের কাগজ লাগবে। কোনও এনআরসি নয়, সেনসাস হবে। দশ বছর বাদে বাদে এমনিতেই হয়, এটা রুটিন। বাংলা আপনার ঘরবাড়ি সবকিছু। এখান থেকে কেউ একজনকেও তাড়াতে পারবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি। দেশের স্বাধীন মানুষকে পরাধীন করে দেবে! ওটা মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, এসবে বিশ্বাস করবেন না।' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে এ দিন বীরসিংহ গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।