যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে সন্তানরা, বাংলায় থাকা পরিবার সাহায্য চাইছেন মোদী-মমতার

ইউক্রেনে সামরিক অভিযানে আটকে ভারতীয়রা। দেশের ফেরার সমস্ত উপায় এই মুহূর্তে বন্ধ। যুদ্ধ বিধ্বস্ত দেশে ছেলে-মেয়েদের মঙ্গলকামনায় পরিবার। যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসুক ছেলে-মেয়েরা। বাংলা থেকেও একাধিক ছেলে-মেয়ে ইউক্রেনে। এদের ৯০ শতাংশই ইউক্রেনে পড়াশোনা করেন। মূলত মেডিক্যাল পড়তেই এঁরা ইউক্রেনে গিয়েছেন। 

/ Updated: Feb 25 2022, 06:44 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ইউক্রেনের বুকে রাশিয়ার সেনা অভিযানের পর এখন ঘুম ছুটেছে সেখানে থাকা এই ছাত্র-ছাত্রীদের পরিবারের। এদের একটাই কাতর আর্জি ভারত সরকার কি কোনও ব্যবস্থাই নেবে না ইউক্রেনে আটকে থাকাদের উদ্ধার করতে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে বিশেষ বিমান পাঠিয়েছিল এয়ারইন্ডিয়া। এখন পর্যন্ত এই বিমানের মাধ্যমে ৫ হাজার জনকে ইউক্রেন থেকে ভারতে আনা গিয়েছে। এখনও ইউক্রেনে আটকে রয়েছেন ১৫ হাজারেরও বেশি ভারতীয়।  ইউক্রেন থেকে সমানে পরিবারের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ রেখে চলেছেন সঞ্চয়িতা চট্টোপাধ্যায় থেকে পুষ্পক স্বর্ণকার, অক্রপ্রভ বৈদ্য বা অর্ঘ মাঝি, অর্পণ মণ্ডল থেকে গোবরডাঙার মেয়ে স্বাগতা সাঁধুখারা। কিন্তু ধীরে ধীরে ইউক্রেনের বুকে সমস্ত পরিষেবাই ভেঙে পড়ছে বলে এই ছাত্র-ছাত্রীদের পরিবারগুলি চিন্তায় পড়েছে।