'একুশে জুলাই সংসদ হামলা, শহিদ হন তৃণমূল সাংসদরা', দেখুন ভিডিও

  • একুশে জুলাই নিয়েই অন্ধকারে তৃণমূল সমর্থকরা
  • একুশে জুলাইয়ের ইতিহাসই জানেন না অনেকে
  • প্রশ্ন করতেই উঠে এল নানা রকমের উত্তর

/ Updated: Jul 20 2019, 09:06 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসছেন তৃণমূল সমর্থকরা। কিন্তু তাঁদের মধ্যে কতজন, একুশে জুলাই দিনটির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস জানেন বা কেন এই দিনটি বিশেষভাবে স্মরণ করা হয় সেই সম্পর্কে ওয়াকিবহল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। উত্তর দিনাজপুর থেকে যে সমর্থকরা রবিবার ধর্মতলার সমাবেশে যোগ দিতে এসেছেন, তাঁদের কয়েকজন একুশে জুলাই নিয়ে বিচিত্র উত্তর দিলেন। কেউ বললেন একুশে জুলাই সংসদ হামলায় তৃণমূল সাংসদরা শহিদ হয়েছিলেন। তাঁদের স্মরণেই এই সমাবেশ। আবার কারও মতে, একুশে জুলাই তৃণমূল দলটারই জন্ম হয়েছিল। 

সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোটগ্রহণের দাবিতে ১৯৯৩ সালে যুব কংগ্রেস সভানেত্রী হিসেবে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযান চলাকালীন পুলিশের গুলিতে তেরোজন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয় বলে অভিযোগ। তাঁদের স্মরণেই প্রতিবছর একুশে জুলাইয়ের সমাবেশ করে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন উঠছে, যে নেতারা কর্মী বা সমর্থকদের সমাবেশে নিয়ে আসছেন, তাঁরাই বা কেন সভার মূল উদ্দেশ্যে নিয়ে তাঁদের অবহিত করেননি?