মালদহের বস্তিতে বিধ্বংসী অগ্নিকান্ড, দেখুন ভিডিও

  • মালদহের শহরের একটি বস্তিতে বিধ্বংসী অগ্নিকান্ড
  • পুড়ে ছাই হয়ে গেলে ১২টি ঝুপড়ি, এক বৃদ্ধার মৃত্যু
  • ভোররাতে প্রথমে একটি ঝুপড়িতে আগুন লেগে যায়
  • চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঝুপড়িতেও

/ Updated: Nov 27 2019, 03:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোররাতে মালদহে শহরে বিধ্বংসী অগ্নিকান্ড। পুড়ে ছাই হয়ে গেল ১২টি ঝুপড়ি, মারা গিয়েছেন এক বৃদ্ধা। আতঙ্ক ছড়িয়েছে শহরের বালুচর এলাকায়। বালুচর এলাকায় নদী পাড়ে বসতি এলাকায় থাকেন বহু মানুষ। বুধবার ভোররাতে তখন বসতির বাসিন্দারা ঘুমোচ্ছিলেন। একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। প্রথমে ঘটনাটি টের পাননি কেউ। যতক্ষণে তাঁরা বিষয়টি টের পান, ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঝুপড়িতেও।  প্রাথমিকভাবে জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলেও।  বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকর্মীরা। প্রাথমিক তদন্তে অনুমান, যে ঝুপড়িতে প্রথম আগুন লাগে, সেই ঝুপড়িতে রাতে জ্বালানো ছিল। কোনওভাবে কুপ্পির আগুনের  সংস্পর্শে চলে আসে গ্যাসের সিলিন্ডার।  সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।