বিধ্বংসী আগুন বাটানগরে, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

  • দক্ষিণ চব্বিশ পরগণার বাটানগরে ভয়াবহ আগুন
  • পরিত্যক্ত জায়গায় জলের পাইপের স্তূপে এই আগুন লেগেছে
  •  পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে এলাকায় তিনটি দমকলের ইঞ্জিন
  •  কালো ধোঁয়ায় সকাল থেকেই ছেয়ে গেছে আকাশ। 
/ Updated: Dec 07 2019, 01:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দক্ষিণ চব্বিশ পরগণার বাটানগরে ভয়াবহ আগুন। পরিত্যক্ত জায়গায় জলের পাইপের স্তূপে এই আগুন লেগেছে। পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে এলাকায় তিনটি দমকলের ইঞ্জিন পৌঁছেছে। আগুন লাগার কারণ জানা যায়নি এখনও । কালো ধোঁয়ায় সকাল থেকেই ছেয়ে গেছে আকাশ। সঙ্গে পাইপ পোড়ার বাজে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এলাকায় কোনও জনবসতি  না থাকায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকলের কর্মীরা প্রথমে যে পাইপগুলোতে অল্প আগুন লেগেছে সেগুলো নিভাতে শুরু করেন। পাশাপাশি বড় পাইপ দিয়ে নিভাতে থাকেন বিধ্বংসী আগুন।