India@75: ৭২ বছরে প্রাপ্তি ছিল ইংরেজের গুলি, কিন্তু জাতীয় পতাকাকে মাটিতে পড়তে দেননি মাতঙ্গিনী

১৮৭০ সালের ১৯ অক্টোবর তমলুকের হোগলা গ্রামের মাইতি পরিবারে জন্মগ্রহণ করেন মাতঙ্গিনী হাজরা। ঠাকুরদাস মাইতি ও ভগবতী মাইতির এক মাত্র মেয়ে ছিলেন তিনি। ছোটবেলা থেকেই স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের প্রতি আকৃষ্ট হয় পড়েছিলেন মাতঙ্গিনীদেবী। 

/ Updated: Aug 07 2022, 06:39 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

খুব কম বয়সে পূর্ব মেদিনীপুরের তমলুকের হোগলা গ্রামের পাশের গ্রাম আলিনানের ত্রিলোচন হাজারার সঙ্গে বিয়ে হয় মাতঙ্গিনীর। মাত্র আঠারো বছর বয়সেই স্বামীকে হারান তিনি। এর পর থেকেই স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে সক্রিয় হয়ে ওঠেন মাতঙ্গিনীদেবী। ১৯৪২ সালের ২৭ সেপ্টেম্বর  তমলুক থানা দখলের সময় পুলিশের গুলিতে তাঁর প্রাণ যায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলেও দেশের পতাকাকে তিনি মাটিতে ফেলেননি। ১৮৭০ সালের ১৯ অক্টোবর তমলুকের হোগলা গ্রামের মাইতি পরিবারে জন্মগ্রহণ করেন মাতঙ্গিনী হাজরা। ঠাকুরদাস মাইতি ও ভগবতী মাইতির এক মাত্র মেয়ে ছিলেন তিনি। ছোটবেলা থেকেই স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের প্রতি আকৃষ্ট হয় পড়েছিলেন মাতঙ্গিনীদেবী।