খোলা মঞ্চে বিষধর সাপ নিয়ে খেলা, দেখুন ভিডিও

  • পূর্ব বর্ধমানের রায়না ৭৫ ধরে হয়ে আসছে সয়লা উৎসব
  • উৎসব উপলক্ষ্যে গ্রামে আসে সাপুড়ের দল
  • খোলা মঞ্চে বিষধর সাপ নিয়ে খেলা দেখান তাঁরা
  • সাপের খেলা দেখতে ভিড় জমান বহু মানুষ
     
/ Updated: Nov 28 2019, 06:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৭৫ বছরের পুরনো উৎসব। মূল আকর্ষণ বিষধর সাপ নিয়ে রোমহর্ষক খেলা।  প্রতিবছর সয়লা উৎসব যোগ দিতে পূর্ব বর্ধমানের রায়নায় গোপালপুর গ্রামে ভিড় করেন বহু মানুষ। উৎসবে উপলক্ষ্যে গ্রামে আসে সাপুড়ের দল। খোলা মঞ্চে ২৫ প্রজাতির বিষধর সাপ নিয়ে খেলা দেখান তাঁরা। বসে মেলা, চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। উদ্যোক্তাদের দাবি,  ৭৫ বছর আগে সয়লা উৎসব দেখতে পাশের গ্রামে গিয়েছিলেন গোপালপুর গ্রামে দুই বাসিন্দারা। নিজেদের গ্রামেও সায়লা উৎসব শুরু করেন তাঁরা। এই উৎসব শুরু হওয়ার পর নাকি গোপালপুরে সাপের কামড়ে কেউ মারা যাননি। তেমনই দাবি স্থানীয় বাসিন্দাদের।