ভুয়ো টিকাকরণ কান্ড নিয়ে মানুষকে বিশেষ বার্তা মিমি -র, নজরে এই মুহূর্তের কিছু বড় খবর
- এবার ভাড়া দেওয়া হবে রেল মিউজিয়াম
- স্টেশনে স্টেশনে বাড়ানো হল নিরাপত্তা
- এবারও গড়াবে না মহিষাদলের রথের চাকা
- ভুয়ো টিকা নিয়ে মানুষকে বিশেষ বার্তা মিমি -র
আয় বাড়াতে রেল মিউজিয়াম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল বোর্ড। হাওড়ার রেল মিউজিয়ামে রেলের ঐতিহ্য বাহী অনেক কিছুই সংরক্ষণ করে রাখা আছে। সেই মিউজিয়ামই ভাড়া দেওয়া নিয়ে উঠছে প্রশ্ন। পরপর দু'দিন একাধিক স্টেশন ট্রেন অবরোধ। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ ঘিরে ধুন্ধমার। এই ঘটনার পরেই এবার বাড়ানো হল নিরাপত্তা। একাধিক স্টেশনে মোতায়েন হয়েছে জিআরপি এবং আরপিএফ। ২৪৫ বছরের পুরনো মহিষাদলের রথ। করোনার জেরে এবারও সেখানে গড়াবে না রথের চাকা। গত বছরের পর বছরও জগন্নাথদেব যাবেন না মাসির বাড়ি। তবে সমস্ত রীতিনীতি মেনেই পুজো হবে সেখানে। ভুয়ো টিকা কান্ড নিয়ে চিন্তায় রয়েছেন বহু মানুষ। এবার সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা সাংসদ মিমি চক্রবর্তী -র। তিনিও সেখান থেকে টিকা নিয়ে এখনও সুস্থ আছেন, তাই মানুষকে চিন্তা না করার বার্তা দিলেন মিমি। দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫। ক্যানিং মহকুমা হাসপাতালে ভ্যাকসিনের লাইনে চরম বিশৃঙ্খলা। সকাল থেকেই ভিড় দেখতে পাওয়া যায় সেখানে। দূরত্ব বিধি শিকেয় তুলে সেখানে টিকা নিতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আমেরিকার বিরল প্রজাতির কচ্ছপ মিলল সুন্দরবনে। অনিমেষ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় কচ্ছপটি। একে লাল কান কচ্ছপ বা রেড ইয়ার্ড কচ্ছপও বলা হয়। অনেকে একে রাক্ষুসে কচ্ছপ বলেও চেনে। বর্ষা শুরু হতে না হতেই রাস্তার বেহাল দশা। বজবজ ট্রাঙ্ক রোডের কঙ্কালসার চেহারা এলো সামনে। প্রাণের ঝুঁকি নিয়েই সেখানে চলছে যাতায়াত। প্রায় দিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অবশ্য এই নিয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি। শুক্রবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে। এখনই আকাশ পরিষ্কার হওয়ার কোনও সম্ভবনা নেই বলেই বলেই জানা গিয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।