বাঁধ না সারানো গেলে বিপদ আছে সুন্দরবনের, মানছেন বঙ্কিম হাজরা

  • কীভাবে গঙ্গাসাগর ও ঘোড়ামারা দ্বীপে আমফান ধ্বংস চালায়
  • কতটা বেগে ঝড় এসেছিল এই দুই দ্বীপের উপরে
  • ঝড়ের গতিতে কতটা লণ্ডভণ্ড অবস্থা ছিল এখানে 
  • এই সমস্ত বিষয় নিয়ে মুখোমুখি হয়েছিলেন বঙ্কিম হাজরা
/ Updated: Jun 09 2020, 11:02 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঘূর্ণিঝড় আমফানে ধ্বংস হয়ে গিয়েছে সুন্দরবন এলাকার অধিকাংশ নদীবাঁধ। এই সব বাঁধগুলি অবিলম্বে সারিয়ে না তোলা গেলে বিপদ। আর একথা মানছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা গঙ্গাসাগরের বিধায়ক বঙ্কিম হাজরাও। তিনি জানিয়েছেন, আমফানের পরপরই এক ভিডিও কনফারেন্স করেন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ভিডিও কনফারেন্সে অবিলম্বে সুন্দরবনের বাঁধ মেরামতির উপরে জোর দেওয়া হয়েছে। তবে বাঁধ মেরামতির সঙ্গে সঙ্গে ম্যানগ্রোভ চাষের কথাও বলেছেন বঙ্কিম। কারণ ঘূর্ণিঝড় আমফানে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানগ্রোভ। ঘোড়ামারার নদীবাঁধ নিয়েও কথা বলেন বঙ্কিম হাজরা। তিনি জানান, ঘূর্ণিঝড় আমফানের পর আরও সঙ্কট বেড়েছে ঘোরামারায়। সেখানে নদীবাঁধ তো ধুঁয়ে গিয়েছে, সেই সঙ্গে নতুন করে ভাঙনের কবলে বেশ কিছু জমি তলিয়ে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে।