'মীরজাফর গো ব্যাক', লালগড়ে শুভেন্দুকে উদ্দেশ্য করে স্লোগান তৃণমূল সমর্থকদের
- অন্যান্য বছরের মত এবছরও লালগড়ের নেতাই গ্রামে শুভেন্দু
- শহীদ দিবস পালনের জন্য সেখানে গিয়েছিলেন তিনি
- সেখানেই শুভেন্দু -কে উদ্দেশ্য করে 'গদ্দার হটাও' স্লোগান
- তাকে মীরজাফর বলতেও ছাড়লেন না তৃণমূল সমর্থকরা
অন্যান্য বছরের মত এবছরও শহীদ দিবসে নেতাই গ্রামে গেলেন শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দু -কে লক্ষ্য করে একাধিক মন্তব্য তৃণমূল সমর্থকদের। শুভেন্দু -কে উদ্দেশ্য করে বললেন 'গদ্দার হটাও'। সেই সঙ্গেই তাঁকে মীরজাফর বলতেও ছাড়লেন না তৃণমূল সমর্থকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ লালগড়ের পাশে নেতাই গ্রামে শহীদ বেদিতে মালা দিয়ে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন। তারপরে ৯ টি শহীদ পরিবার -কে সংবর্ধনা দিয়ে কথা বলেন শহীদ স্মৃতি রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে। এর পাশাপাশি বৃহস্পতিবার নেতাই গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে লালগড় বাজার সংলগ্ন এলাকায় শহীদ দিবস পালনের কর্মসূচি তৃণমূলের। পার্থ চট্টোপাধ্যায় থেকে মদন মিত্র, সহ ছত্রধর মাহাতো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের নেতাকর্মীরা সেখানে জমায়েত হন।