বারুইপুরে আস্ত এটিএম তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, দেখুন সিসিটিভি ভিডিও

  • বারুইপুরে এটিএম লুঠ
  • আস্ত এটিএম তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা
  • সিসিটিভি-তে ধরা পড়ল গোটা ঘটনা
/ Updated: Nov 29 2019, 06:32 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এটিএম ভাঙার ঝক্কির মধ্যে না গিয়ে আস্ত মেশিনটাই তুলে নিয়ে পালাল দুষ্কৃতীরা। দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর- ক্যানিং রোডের হাড়দহ মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম- এ এমনই ঘটনা ঘটেছে। ছ' জনের একটি দুষ্কৃতী দল এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্যরা ও বারুইপুর থানার পুলিশ। 

এ দিন সকালেই বিষয়টি নজরে আসে এলাকাবাসী। তাঁদের কাছ থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এটিএম কাউন্টারটির উল্টো দিকের একটি স্কুলের সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়ে। যেভাবে দুষ্কৃতীরা আস্ত এটিএম মেশিন তুলে নিয়ে চলে গিয়েছে, তাতে স্থানীয় ব্যবসায়ীরাও নিরাপত্তার অভাব বোধ করছেন। এটিএম-এ কেন নিরাপত্তারক্ষী রাখা হয়নি, সেই প্রশ্নও তুলছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় একটি মাত্র এটিএম রয়েছে। প্রয়োজনে সেখান থেকেই তাঁরা টাকা তোলেন। সেই এটিএম লুঠ হওয়ায় সমস্যায় এলাকার বাসিন্দারাও। তাঁরা চাইছেন দোষীদের গ্রেফতারির পাশাপাশি দ্রুত এটিএম-টি পুনরায় চালু করা হোক।