Alipurduar incident: আলিপুরদুয়ারে নিখোঁজ এএসআই-এর দেহ উদ্ধার, ঘটনা ঘিরে দানা বেঁধেছে রহস্য

তিন দিন পর আলিপুরদুয়ারে নিখোঁজ এএসআই-এর দেহ উদ্ধার। বুধবার দুপুরে ডিউটিতে বেরিয়ে নিখোঁজ হন এএসআই রতন কর। রবিবার হাসিমারার চা- বাগানের ঝোপ থেকে উদ্ধার হয় তাঁর দেহ।

/ Updated: Dec 06 2021, 12:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তিন দিন পর আলিপুরদুয়ারে নিখোঁজ এএসআই-এর দেহ উদ্ধার। বুধবার দুপুরে ডিউটিতে বেরিয়ে নিখোঁজ হন এএসআই রতন কর। রবিবার হাসিমারার চা- বাগানের ঝোপ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার সহ পুলিশের একাধিক আধিকারিকরা। বুধবার দুপুর ২ টো নাগাদ ডিউটির উদ্দেশে রওনা দেন রতন কর। তাঁর স্ত্রীর দাবি, ডিউটি যাওয়ার আগে স্বামীর সঙ্গে কথাও হয় তাঁর। কোচবিহার থেকে জয়গাঁও পৌঁছে তিনি বাড়িতেও জানান। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, দলসিংপাড়া পর্যন্ত বাইকে দেখা গিয়েছে তাঁকে। এরপর তাঁর আর কোনও খোঁজ মিলছিল না। মোবাইলের টাওয়ার লোকেশন ধরে শুক্রবার দিনভর চলে তল্লাশি। এমনকি বনদপ্তর এর সহযোগিতায়, কুনকি হাতি দিয়ে জঙ্গলের ভেতরেও তল্লাশি চালায় জেলা পুলিশ। রবিবার তল্লাশির সময় হাসিমারার ১০ নং চা বাগানের একটি ঝোপ থেকে উদ্ধার হয় এএসআই রতন করের মৃতদেহ। এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই দানা বেঁধেছে রহস্য, সমস্ত দিক খতিয়ে দেখছে জেলা পুলিশ।