Asianet News BanglaAsianet News Bangla

বিরোধীদের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ, পাঞ্জাবিতে বহু চর্চিত মন্তব্য লিখে বিধানসভায় বিধায়ক ইদ্রিস আলী

বিজেপি নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতার সেই বহু চর্চিত মন্তব্য এবার পাঞ্জাবিতে, বিধানসভায় অধিবেশনের শেষ দিনে অভিনব পাঞ্জাবী পড়ে বিধানসভায় আসেন ইদ্রিস বাবু, এই ভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যাঙ্গ করলেন বিধায়ক ইদ্রিস আলী 

Sep 22, 2022, 1:49 PM IST

বিজেপি নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতার সেই বহু চর্চিত মন্তব্য এবার পাঞ্জাবিতে | বিধানসভায় অধিবেশনের শেষ দিনে অভিনব পাঞ্জাবী পড়ে বিধানসভায় আসেন মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী | বহু চর্চিত মন্তব্য এর পাশাপাশি  ইডি সিবিআই সহ বিভিন্ন বিষয় লেখা লাল কালিতে | এই ভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যাঙ্গ করলেন বিধায়ক ইদ্রিস আলী | তিনি জানান  বিরোধীদের প্রতিবাদ জানাতেই এই  প্রতিবাদের পথ নিয়েছেন তিনি | বিধানসভার সামনে নেচে ও দেখান তিনি