West Medinipur : সাপের ফোঁসের আওয়াজে ঘুম ভাঙল সকলের, খবর গেল বনদপ্তরে

বিষধর খরিস সাপ আটকে বাড়ির জালে। আর সেই সাপ দেখতে মুহূর্তে ভিড় জমে গেল এলাকায়। বাড়ির কর্তা বেগতিক দেখে খবর দিল বেলদা বনদপ্তরে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গুড়দলা গ্রামে। পরে খবর পেয়ে বেলদা বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই সাপের ইংরাজি নাম মনক্লেড কোবরা। বাংলায় একে পদ্ম গোখরো সাপ বলে। এটিকে IUCN কর্তৃক ন্যূনতম বিপদগ্রস্ত তালিকাভুক্ত করা হয়েছে। এই গোখরোর ফণার পিছনে গরুর ক্ষুরের মত দাগ থাকে যার থেকে বাংলা গোক্ষুর নামটি এসেছে।

/ Updated: Sep 08 2022, 12:31 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিষধর খরিস সাপ আটকে বাড়ির জালে। আর সেই সাপ দেখতে মুহূর্তে ভিড় জমে গেল এলাকায়। বাড়ির কর্তা বেগতিক দেখে খবর দিল বেলদা বনদপ্তরে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গুড়দলা গ্রামে। পরে খবর পেয়ে বেলদা বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই সাপের ইংরাজি নাম মনক্লেড কোবরা। বাংলায় একে পদ্ম গোখরো সাপ বলে। এটিকে IUCN কর্তৃক ন্যূনতম বিপদগ্রস্ত তালিকাভুক্ত করা হয়েছে। এই গোখরোর ফণার পিছনে গরুর ক্ষুরের মত দাগ থাকে যার থেকে বাংলা গোক্ষুর নামটি এসেছে।