Fire incident: গভীর রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত একাধিক দোকান
কালীপুজোর (KaliPuja) পরেরদিনই গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Fire incident) ভস্মীভূত হয়ে গেল বেশকিছু দোকান ও বাড়ি। উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার চোপড়া (Chopra) থানার দাসপাড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ইসলামপুর থেকে দমকলবাহিনীর (Firebrigade) দুটি ইঞ্জিন পৌঁছানোর আগেই ভস্মীভূত হয়ে যায় বেশ কিছু দোকান। দীপাবলীর (Diwali) মুহূর্তে যখন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখার ভিড় ঠিক সেই সময় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান ও একটি বাড়ি। এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় চোপড়া ব্লকের দাসপাড়া (Daspara) বাজার এলাকায়। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। এলাকাবাসীর অভিযোগ ইসলামপুর থেকে চোপড়ার দাসপাড়া, লালবাজার এলাকায় দমকল বাহিনী পৌঁছতেই বহু সময় লেগে যায়। ফলে বপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় তবে হতাহতের কোনও খবর মেলেনি।
কালীপুজোর (KaliPuja) পরেরদিনই গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Fire incident) ভস্মীভূত হয়ে গেল বেশকিছু দোকান ও বাড়ি। উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার চোপড়া (Chopra) থানার দাসপাড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ইসলামপুর থেকে দমকলবাহিনীর (Firebrigade) দুটি ইঞ্জিন পৌঁছানোর আগেই ভস্মীভূত হয়ে যায় বেশ কিছু দোকান। দীপাবলীর (Diwali) মুহূর্তে যখন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখার ভিড় ঠিক সেই সময় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান ও একটি বাড়ি। এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় চোপড়া ব্লকের দাসপাড়া (Daspara) বাজার এলাকায়। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। এলাকাবাসীর অভিযোগ ইসলামপুর থেকে চোপড়ার দাসপাড়া, লালবাজার এলাকায় দমকল বাহিনী পৌঁছতেই বহু সময় লেগে যায়। ফলে বপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় তবে হতাহতের কোনও খবর মেলেনি।