জামাইকে অবাক উপহার, জামাইদের চমকে দিলেন বাঁকুড়ার দুই শাশুড়ি, দেখুন ভিডিও

  • জামাই ষষ্ঠীতে নতুন উপহার দিলেন দুই শাশুড়ি
  • বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনা
  • উপহার পেয়ে অবাক দুই জামাইও
  • শাশুড়িদের কথা রাখার আশ্বাস দিলেন জামাইরা
/ Updated: Jun 08 2019, 08:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জামাই ষষ্ঠীতে শাশুড়িরা জামাইদের রসনাতৃপ্তির পাশাপাশি মনের মতো উপহারটিও দেন। কিন্তু বাঁকুড়ার দুই শাশুড়ি অবশ্য অন্য নজির গড়লেন। অন্যান্য উপহারের সঙ্গেই জামাইদের হাতে চারাগাছ তুলে দিলেন তাঁরা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের দক্ষিণ বৈলাপাড়ার দুই শাশুড়ি তাঁদের দুই জামাইয়ের হাতে জামাই ষষ্ঠীর উপাহার হিসেবে তুলে দিলেন চারাগাছ। জামাইদের হাতে চারাগাছ তুলে দিয়ে দুই শাশুড়ির বার্তা সন্তানের মতোই গাছকে যেন লালন পালন করেন তাঁরা। 

রাধারানি দে এবং বাণী গুনিন দুই শাশুড়ি এ দিন এই অভিনব উদ্যোগ নিয়েছেন। তাঁদের আশা, জামাই ষষ্ঠীতে তাঁদের হাত থেকে পাওয়া চারা গাছের যত্নে কোনও ত্রুটি রাখবেন না তাঁদের দুই জামাই। একই সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দেবেন তাঁরা। শাশুড়িদের হাত থেকে চারাগাছ উপহার আসবে এমনটা আশাও করতে পারেননি জামাই প্রশান্ত বিশ্বাস ও উৎপল বায়েন। তাঁদের দাবি, জীবনের সেরা উপহার এটা। পরিবেশ বাঁচাতে শাশুড়িদের দেওয়া উপহারকে সঠিক ভাবে লালন পালনই এখন মূল লক্ষ্য বলে দাবি তাঁদের।