বকেয়া টাকার পরিমাণ প্রায় একশো ষাট কোটি, সেই টাকার দাবিতেই হাওড়া পুরসভায় সিভিল কন্ট্রাকটরদের আন্দোলন

  • বকেয়া টাকা না মেলায় আন্দোলন 
  • হাওড়া পুরসভায় সিভিল কন্ট্রাকটররা করে এই আন্দোলন
  • সিভিল কন্ট্রাকটররা দীর্ঘদিন ধরে কাজের বকেয়া টাকা পাননি 
  • এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভ করেন তারা
/ Updated: Dec 28 2020, 05:54 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দীর্ঘদিন ধরে কাজের বকেয়া টাকা না মেলায় অবশেষে এবারে আন্দোলনের পথে নামলেন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সিভিল কন্ট্রাকটররা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে পুরসভার প্রাক্তন মেয়র ও মেয়র পরিষদ মুখের কথায় কোনরকম অর্ডার ছাড়াই তারা কাজ করেছেন। যার বকেয়া অর্থের পরিমাণ এখন একশো ষাট কোটি টাকা। এই নিয়ে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি তাদের। ২০১৮ সালের ডিসেম্বর মাসে হাওড়া কর্পোরেশনের পুর বোর্ডের মেয়াদ শেষ হবার পরে নির্বাচন না হওয়ায় বর্তমানে প্রসাশক দিয়ে চালানো হচ্ছে হাওড়া কর্পোরেশনে। একের পর এক পুরো কমিশনার বদলি হয়ে গেলও তাদের সমস্যা মেটেনি। তাই এবার তারা একরকম বাধ্য হয়েই আন্দোলনের পথ বেছে নিয়েছেন। একই সঙ্গে তারা জানিয়েছেন বকেয়া অর্থ না পেলে নতুন করে আর কোন কাজ তারা করবেন না।