Asianet News BanglaAsianet News Bangla

মুকুল এসেছে এবার আরও অনেকেই দলে আসবে, দাবি মমতার

  • জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়
  • তিন বছরেরও বেশি সময় পর আবার তৃণমূলে ফিরলেন মুকুল রায়
  • ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে তৃণমূল ভবনে পৌঁছিয়ে গিয়েছিলেন তিনি
  • তৃণমূল ভবন থেকেই তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়
     
Jun 11, 2021, 9:31 PM IST

জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। তিন বছরেরও বেশি সময় পর আবার তৃণমূলে ফিরলেন মুকুল রায়। ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে তৃণমূল ভবনে পৌঁছিয়ে গিয়েছিলেন তিনি। তৃণমূল ভবন থেকেই তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়। 'মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে', মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, ভয় দেখিয়ে মুকুলকে বিজেপিতে রাখা হয়েছিল। আরও অনেকেই দলে আসবে, এমন কথাও বললেন তিনি। মুকুলের উপরও অনেকরকম অত্যাচার হয়েছে, দাবি মমতার। সেই সঙ্গেই তিনি সাফ জানিয়ে দিলেন গদ্দারদের তিনি দলে নেবেন না।