তৃণমূল সভাপতি এখন প্রশান্ত কিশোর, মমতা- অভিষেককে কটাক্ষ মুকুলের, দেখুন ভিডিও
- তৃণমূলের সভাপতির দায়িত্বে এখন পিকে
- খড়্গপুরে কটাক্ষ মুকুল রায়ের
- শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ বিজেপি নেতার
মমতা বন্দ্যোপাধ্যায় নন, বর্তমানে তৃণমূল কংগ্রেস চালাচ্ছেন প্রশান্ত কিশোর। বিধানসভা উপনির্বাচনে তাই প্রশান্ত কিশোরের দলের সঙ্গেই তাদের লড়াই করতে হবে বলে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার খড়্গপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি নেতা। কটাক্ষ করে মুকুল বলেন, 'এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সভানেত্রী নেই, পিকে সভাপতি। এখন তো পিকে-র দলের সঙ্গে লড়াই হচ্ছে। তৃণমূল তো আর নেই, ওটা এখন মমতা এবং অভিষেকের কোম্পানি হয়ে গিয়েছে।'
একই সঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন মুকুল। খড়্গপুর সদর কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনেও তৃণমূলের হয়ে দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। পরিবহণমন্ত্রীকে কটাক্ষ করে মুকুল বলেন, 'শুভেন্দু অধিকারীর ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ। উনি যেখানেই দায়িত্ব নেন, তৃণমূল হারে। খড়্গপুরেও তাই হবে।'