নন্দীগ্রামের কথা মনে পড়ছে মুকুলের, মৃতদেহ রাজনীতি নিয়ে খোঁচা মমতাকে, দেখুন ভিডিও

  • মমতাকে ফের নিশানা মুকুলের
  • মৃতদেহ রাজনীতি নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীকে
  • বিজেপি সমর্থকদের কলকাতায় আনতে বাধা পুলিশের
  • সন্দেশখালির সঙ্গে নন্দীগ্রামের তুলনা টানলেন মুকুল

/ Updated: Jun 09 2019, 08:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মৃতদেহ রাজনীতি নিয়ে মমতাকে কটাক্ষ করলেন মুকুল রায়। কটাক্ষ করে তিনি বলেন, মমতার বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি ঠিক মতো কাজ করছেন না। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি একটু দুর্বল হয়ে গিয়েছে। ২০০৯ থেকে ২০১১-এর মধ্যে কত মৃতদেহ উনি কলকাতায় এনেছিলেন, সেটা উনি ভুলে গিয়েছেন। এর ফলে বোঝা যায় ওনার স্মৃতি ঠিকমতো কাজ করছে না। প্রশান্ত কিশোর এসেও তা ঠিক করতে পারেননি।" এ দিন বিজেপি সন্দেশখালিতে নিহত দলের দুই সমর্থকের দেহ কলকাতায় আনার সময় বাধা দেয় পুলিশ। তা নিয়েই মমতাকে আক্রমণ করেন মুকুল। 

মুকুলের বলেন, "আমার নন্দীগ্রামের ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে এখনও ৫৬ জনের দেহের খোঁজ পাওয়া যায়নি। আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে গণতন্ত্রের হত্যা করলেন।"